সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন, তবে কংগ্রেস পাখির চোখ বানিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে। আসন্ন লোকসভা নির্বাচনে কীভাবে বিজেপিকে হারানো যায়, তার পরিকল্পনা করতেই প্রথমবার বৈঠকে বসছে কংগ্রেসের টাস্ক ফোর্স। কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র নেতৃত্বেই আগামী সোমবার এই বৈঠকে বসছে কংগ্রেস।
গত মাসেই কংগ্রেসের জাতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়গে। দলের যাবতীয় দায়িত্ব এখন তাঁর ঘাড়েই। কংগ্রেস সভাপতি হিসাবে এই প্রথম তিনি টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে এখনও অবধি টাস্ক ফোর্স কী কী কাজ করেছে এবং আগামিদিনের জন্য কী পরিকল্পনা রয়েছে তাদের, সেই বিষয়েই মল্লিকার্জুন খাড়গেকে ওয়াকিবহাল করা হবে বলে জানা গিয়েছে।
কংগ্রেসের এই টাস্ক ফোর্সের সদস্যরা হলেন পি চিদাম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল, অজয় মাকেন, রণদীপ সূর্যেওয়ালা, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ও সুনীল কানুগোলু।
