আজ, শনিবার বহু প্রতীক্ষিত হিমাচল বিধানসভা নির্বাচন। এদিন সকাল আটটা থেকে রাজ্যের ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হচ্ছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ৫৫ লক্ষ ভোটার ঠিক করবেন কার হাতে যাবে হিমাচলের কুর্সি। আগামী ৮ ডিসেম্বর ফল ঘোষণা হবে হিমাচলের।
প্রসঙ্গত, চলতি বছর স্বাধীনতা দিবসেই হিমাচলের ভোটের দামামা বাজিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় বক্তৃতার সময়ে মোদীর মাথায় ছিল হিমাচলের টুপি। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার প্রচারে গিয়েছেন তিনি। অর্থাৎ তিনিই ছিলেন হিমাচলে বিজেপির মুখ। তাছাড়া হিন্দুত্বের আগ্রাসী মুখ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও হিমাচলে প্রচারে নামিয়েছিল গেরুয়া শিবির।
তবে গেরুয়া শিবিরের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ২১ জন বিদ্রোহী নেতা। যাঁরা টিকিট না পেয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন দলের বিরুদ্ধে। অনেকে নির্দল হিসেবে দাঁড়িয়েও পড়েছেন। কয়েকটি কেন্দ্রে সেইসব প্রার্থীর ব্যক্তিগত আধিপত্যও রয়েছে। আবার কংগ্রেসও একাধিক ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নেমেছিল। তার মধ্যে অন্যতম পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। এদিকে, হিমাচলে সরকার বদল চার দশকের রুটিন। পরিবর্তনের এই ধারাও চাপে রেখেছে বিজেপিকে।