পঞ্চায়েত ভোটের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। রণনীতি সাজাতে তৎপর শাসকদল তৃণমূলও। মঙ্গলবার তিন দিনের জেলা সফরে নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছেই দলীয় নেতাদের নিয়ে বৈঠক সারলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামের হেলিপ্যাডে নামেন মমতা। সেখান থেকে তিনি পৌঁছন কৃষ্ণনগর সার্কিট হাউসে। দুপুর আড়াইটে নাগাদ সেখানে পৌঁছন কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক মুকুল রায়ও। সার্কিট হাউসেই দলের শীর্ষ জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁ, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু-সহ অনেকেই। তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকে ছিলে মুকুলও। সূত্রের খবর, ওই বৈঠকে জেলার সামগ্রিক রাজনৈতিক অবস্থার খোঁজখবর নেন তৃণমূলনেত্রী। মঙ্গল এবং বুধবার কৃষ্ণনগরে থাকবেন মমতা। বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় কর্মীসভা রয়েছে তাঁর। বৃহস্পতিবার রানাঘাটের হবিবপুরে ছাতিমতলার মাঠে যেতে পারেন মমতা। সেখানে রয়েছে প্রশাসনিক বৈঠক। পাশাপাশি, নদিয়ায় রাস উৎসবেও যোগ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
