ছন্দে ফিরেছে ভারতবর্ষ। করোনা অতিমারীর প্রকোপ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। স্বস্তির হাসি দেশবাসীর মুখে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি হলেও নিম্নগামী অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর সংখ্যা নেমে গিয়েছে ১৫ হাজারের নীচে। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। তবে মৃতের সংখ্যা নিয়ে রয়েছে সামান্য উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। শনিবারের তুলনায় যেটা সামান্য বেশি। শনিবার দেশের দৈনিক আক্রান্ত ছিল হাজারের খানিক বেশি। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৪ হাজার ৮৩৯ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৩ শতাংশ। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেস ১৫ হাজারের নিচে নামল।
পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫০০ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ১৫ হাজার ২৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি বাড়ছে। টিকাকরণও চলছে জোরকদমে। ইতিমধ্যে দেশে করোনা টিকার ২১৯ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৮ হাজারের বেশি ডোজ পেয়েছেন সাধারণ মানুষ।