রবিবার সকালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। যার ফলে আগেভাগেই শেষ চারে পৌঁছে যান রোহিতরা। পাশাপাশি বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় পাকিস্তানও। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে রোহিতদের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে জয় এল অনায়াসে। ব্যাট হাতে কে এল রাহুল ও সূর্যকুমার যাদবের দাপটের পরে বোলিংয়ে ঝড় তুললেন মহম্মদ শামি-অর্শদীপ সিংহরা।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তবে ব্যাট হাতে এদিনও নিষ্প্রভ ভারত অধিনায়ক। ১৩ বলে মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে যান তিনি। আগের ম্যাচে রান পেয়েছিলেন কে এল রাহুল। এদিনও ঝকঝকে হাফ সেঞ্চুরি করেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বিরাট কোহলির সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ গড়েন রাহুল। বিরাট ২৭ রানে আউট হন। এদিন ভারতীয় ব্যাটিংয়ের নায়ক সূর্যকুমার যাদব। একসময় ভারতের রানের গতি বেশ কমিয়ে এনেছিলেন সিকান্দার রাজারা। সেই সময়েই পাল্টা আক্রমণ শুরু করেন সূর্য। মাত্র ২৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতেই ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে উইকেট নেন অর্শদীপ সিংহ। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়ার নামও। ৩ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। মাত্র ১১৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে গ্রুপ ২ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছল ভারত। আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া।