জানুয়ারী থেকে খুচরা মূল্যস্ফীতি ৬ শতাংশের ওপরেই রয়েছে। এবং চলতি সেপ্টেম্বরেই তা ৭.৪১ শতাংশে পৌঁছেছে। যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এই আবহেই বৃহস্পতিবার প্রথমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি তিন ত্রৈমাসিকের জন্য তার মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে সরকারের কাছে ব্যাঙ্কের প্রতিবেদন নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করল।
আরবিআই তার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সরকারের কাছে পাঠানোর জন্য প্রতিবেদনটি নিয়ে আলোচনা ও খসড়া তৈরি করার জন্য ৩ নভেম্বর, ২০২২-এ আর্থিক নীতি কমিটির (এমপিসি) একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।’ সেই বৈঠকে এমপিসি-র ছয় সদস্যরা সবাই উপস্থিত ছিলেন, বলা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, আরবিআই এখনই সরকারের কাছে পাঠানো প্রতিবেদনের বিশদ বিবরণ প্রকাশ করবে না, বুধবার জানিয়ে দিয়েছিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। জানা গিয়েছে, কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ লক্ষ্যমাত্রার উভয় দিকে ২ শতাংশ পয়েন্টের মধ্যে রাখতে। তিন ত্রৈমাসিকে তা কেন করা গেলোনা তার একটি ব্যাখ্যা সরকারকে প্রদানের সাথে সাথে ভবিষ্যতে কোন পথ নেওয়া হবে তা জানাতে।