আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে শোনানো হল সুখবর। এবার একাদশের সিলেবাসে দু’টি নতুন বিষয় যুক্ত হতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে আসতে পারে ডেটা সায়েন্স ও আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে সংসদের অভ্যন্তরীন যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা চলছে। দু’টি বিষয়ের সিলেবাস তৈরির জন্য বলা হয়েছে। প্রশ্নের ধরনই বা কেমন হবে এই বিষয়গুলির ক্ষেত্রে সবদিক নিয়েই কথা চলছে।
তিনি আরও বলেন, ‘দু’টি বিষয়ই এখন ভীষণভাবে সমসাময়িক। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক বা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম নিয়ে পড়াশোনায় ইচ্ছুক তাদের জন্য এই দু’টি বিষয় ভীষণ উপকারি হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত কার্যকরী। আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে টিভি, ইলেকট্রনিক্স ডিভাইস, স্মার্ট লাইট বা গাড়িতে পর্যন্ত এর ব্যবহার হয়। ইদানিং যে ফেক নিউজের কথা শুনি, তা ধরতেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব অপরিসীম। বর্তমানে এটা একটা বিরাট টুলস। ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি ডিসিপ্লিনে ব্যবহার করা হয়। এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিংও ঢোকাবো।’