অভিনব উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশ্বায়নের যুগে এখন জনসাধারণের হাতের মুঠোয় ইন্টারনেট। শুরু হয়ে গিয়েছে ৫জি পরিষেবাও। কম্পিউটার, স্মার্টফোন এখন পড়ুয়াদের হাতের নাগালে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স ইত্যাদি মতো বিষয়গুলি তরুণ প্রজন্মের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে রয়েছে। এবার থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে এআই এবং ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত হতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই এই দুই বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে, এখনও প্রাথমিক স্তরে রয়েছে বিষয়টি।
উল্লেখ্য, চলতি বছর মে মাসে আইসিএসই স্কুলগুলির নিয়ন্ত্রক সংস্থা সিআইএসসিই এআই এবং ডেটা সায়েন্স বিষয় দুটিকে পাঠ্যক্রমে আনার কথা ঘোষণা করে। দিল্লী আইআইটির সঙ্গে তারা চুক্তিও করে। আইসিএসই এবং আইএসসি পাঠ্যক্রমে বিষয় দুটি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাই আগামী দিনের ভবিষ্যৎ। যত দিন যাচ্ছে, এআই-ই হয়ে উঠতে চলেছে নিয়ন্ত্রক। আগামীদিনের কথা চিন্তা করেই, স্কুলস্তর থেকে এআই এবং ডেটা সায়েন্স চর্চার প্রয়োজন আছে বলেই মনে করছেন শিক্ষাবিদেরা। সেই কারণেই ডেটা সায়েন্সকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।