মারণরোগে আক্রান্ত তিনি! চালিয়ে যাচ্ছেন যুদ্ধ। এখনও পর্যন্ত তিনবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। নিজেই এমন জানালেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাঁর শরীরে বাসা বেধেছে ক্যানসার। ত্বকের ক্যানসারে আক্রান্ত বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। ত্বকের একটি প্রসাধনী পণ্যের প্রচার দূত হয়েছেন নয়্যার। সেই পণ্যের প্রচার উপলক্ষে এক অনুষ্ঠানে সকলকে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি। সে সময়ই জানান তিনি ত্বকের ক্যানসারে আক্রান্ত। এই প্রথম প্রকাশ্যে নিজের এই অসুস্থতার কথা জানিয়েছেন জার্মান গোলরক্ষক। তাঁর সঙ্গে ছিলেন জার্মানির মহিলা টেনিস খেলোয়াড় অ্যাঞ্জেলিক কের্বারও।
প্রসঙ্গত, নয়্যার জানিয়েছেন, ‘‘আমাদের দু’জনেরই চর্মরোগের ইতিহাস রয়েছে। অ্যাঞ্জেলিক আক্রান্ত সূর্যের রশ্মির প্রভাবে হাইপারপিগমেন্টেশনে। আর আমার মুখের ত্বক ক্যানসার আক্রান্ত। তিন বার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। আমরা সূর্যের রশ্মি থেকে সব সময় বাঁচার চেষ্টা করি। কোনও রকম আপস করি না আমরা। ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আমাদের। আমাকে সূর্যের রশ্মির মধ্যেই অনুশীলন করতে হয়। খেলতেও হয়। প্রকৃতির মাঝেই অবসর সময় কাটাতে পছন্দ করি। তাই আমাকে সব সময় সতর্ক থাকতে হয়।’’ অবশ্য ক্যানসারের জন্য তাঁর ফুটবল খেলতে অসুবিধা হয় নয়্যারের। তবে এড়িয়ে চলতে হয় চড়া রোদকে।