টি-টোয়েন্টি বিশ্বকাপে অব্যাহত বৃষ্টির দাপট। যার জেরে শুক্রবার ফের ভেস্তে গেল দু’টি ম্যাচ। ফলত আরও জটিল হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ১-এর অঙ্ক। প্রথম ম্যাচটি ছিল আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ। ম্যাচ পণ্ড হওয়ার পর দেশের মাটিতেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দুশ্চিন্তা তাড়া করছে অস্ট্রেলিয়াকে। গ্রুপের প্রথম চারটি দলেরই রয়েছে তিন পয়েন্ট। তবে নিউজিল্যান্ড বাদে বাকি সব দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের রান রেট সবচেয়ে ভাল (৪.৪৫০)। এর পরেই রয়েছে ইংল্যান্ড (০.২৩৯)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হেরে গেলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
পাশাপাশি, তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড (-১.১৬৯)। ইংল্যান্ডের বিরুদ্ধে আচমকা জয় হঠাৎই সেমিফাইনালের দরজা খুলে দিয়েছে তাদের সামনে। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (-১.১৫৫)। পরিস্থিতি যা, তাতে রান রেটই এই গ্রুপে পার্থক্য গড়ে দিতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও ইংল্যান্ডের খেলা বাকি। সেই ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনও হতে পারে, তিনটি দলই সাত পয়েন্টে শেষ করল। সেক্ষেত্রে কাজে লাগবে রান রেটই।