বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। এদিন ২৫ বলে ঝোড়ো ৫১ রানের অপরাজিত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। পাশাপাশি গড়লেন নতুন নজিরও। চলতি বছর কুড়ি ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে সর্বাধিক রান করে ফেললেন সূর্য। টপকে গেলেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানকে। নেদারল্যান্ডস ম্যাচের আগে পর্যন্ত ২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সব থেকে বেশি রান ছিল রিজওয়ানের দখলে। ১৯ ম্যাচে ৮২৫ রান করেছিলেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০ রান করার পরেই সেই রেকর্ড ভেঙে দেন ভারতীয় ব্যাটার।
প্রসঙ্গত, ২০২২ সালে ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সূর্যকুমার। তাঁর রান ৮৬৭। গড় ৪১২৮। স্ট্রাইক রেট ১৮৪.৮৬। চলতি বছর টি-টোয়েন্টিতে একটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন ভারতের এই ডানহাতি ব্যাটার। জুলাই মাসে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও দীপক হুডার পরে তিনি পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন যাঁর টি-টোয়েন্টিতে শতরান রয়েছে। পরে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে সেই তালিকায় যুক্ত হন বিরাট কোহলি। উল্লেখ্য, ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের রেকর্ডও সূর্যর দখলে। শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙেছেন তিনি। এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রানের রেকর্ড করতে পারেন সূর্য। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত আরও তিনটি ম্যাচ খেলবেন তিনি। ভারত সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছলে আরও ম্যাচ পাবেন তিনি। হাজার রান করতে হলে এখনও ১৩৩ রান করতে হবে সূর্যকে। এই বিশ্বকাপেই সেই মাইলস্টোন ছোঁয়ার সুবর্ণ সুযোগ থাকছে তাঁর সামনে।