দুরন্ত প্রত্যাবর্তনের সুফল পেলেন তিনি। গত রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের সেই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন তিনি। আইসিসির সদ্যপ্রকাশিত র্যাঙ্কিং তালিকায় দেখা যাচ্ছে, পাঁচ ধাপ উঠে এসেছেন বিরাট। ব্যাটারদের মধ্যে প্রথম দশে তিনি। আপাতত নয় নম্বরে রয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরেই আগস্ট মাসে ৩৫ নম্বরে নেমে গিয়েছিল তাঁর টি-টোয়েন্টি র্যাঙ্কিং। এই ছবিটা বদলাতে শুরু করে এশিয়া কাপের পর থেকে। ক্রিকেট থেকে একমাসের বিরতি নিয়ে এশিয়া কাপে কামব্যাক করেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে জীবনের প্রথম টি-টোয়েন্টি শতরানও করেছিলেন। ধীরে ধীরে র্যাঙ্কিং তালিকায় উপরের দিকে উঠে আসেন বিরাট। প্রথম দশে বিরাট ছাড়াও রয়েছেন সূর্যকুমার যাদব। এক ধাপ নেমে তিন নম্বরে রয়েছেন এই ডানহাতি ব্যাটার।