ফের অশান্তির আঁচে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার ভাটপাড়া। আরও একবার ঘটল শুট আউটের ঘটনা। যার জেরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকায়। এদিন ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। কালীপুজোর সময় এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই সন্ত্রস্ত এলাকাবাসী। ইতিমধ্যেই তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। সাম্প্রতিক সময়ে ভাটপাড়ায় শুট আউট এবং অন্যান্য একাধিক হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এলাকার মধ্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সে ক্ষেত্রে পার্টি অফিসে বসে থাকা এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালায় দুষ্কৃতীর দল। এ ক্ষেত্রে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঐ তৃণমূল নেতাকে। এবার ফের জনৈক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল। যার কেন্দ্রস্থল ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন তিনসুতিয়া এলাকা। এলাকায় বসেছিলেন রাজ পাণ্ডে নামে ওই তৃণমূল নেতা। পরবর্তীতে তিনটি বাইকে করে সেখানে আসে দুষ্কৃতীর দল এবং তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় অভিযুক্তরা। এ ক্ষেত্রে রাজের ডান হাতে গুলি লাগার পর সেখানেই পড়ে যান তিনি। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।