বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট৷ আর সেই ভোটে বর্তমান শাসক তৃণমূলকে উচিত ‘শিক্ষা’ দিতে নয়া রাজনৈতিক ফতোয়া আনলেন সুভাষ সরকার৷ বিজেপির দাপুটে নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ তিনি বললেন, ‘জেল খাটতে না চাইলে বিজেপিতে আসুন’।
‘বসে যাওয়া’ সিপিএম নেতা, কর্মীদের পাশাপাশি তৃণমূলের ‘সৎ’ নেতা-কর্মীদের বিজেপিতে আসার আহ্বান জানান তিনি৷ বাঁকুড়ার সিমলাপালে দলের বিজযা সম্মেলনী অনুষ্ঠান থেকে এই বার্তা দিয়েছেন তিনি৷ সুভাষবাবুর মুখে শোনা যায়: ‘সিপিএমের যাঁরা এখনও বসে আছেন, তাদের বলছি, বসে না থেকে মানুষের সেবা করতে চাইলে বিজেপিতে আসুন৷ তৃণমূলেও যাঁরা চুরি করেননি, তাঁরা সাহসে ভর করে বিজেপির সঙ্গে যোগাযোগ করুন।’ একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘যদি জেল খাটতে না চান তাহলে বিজেপিতে আসুন!
স্বভাবতই, সুভাষবাবুর এই মন্তব্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে৷
শাসকদলের অভিযোগ, জন সমর্থন হারিয়ে সিবিআই, ইডিকে দিয়ে মিথ্যে কেসের ভয় দেখিয়ে সংগঠন বৃদ্ধির চেষ্টা করছে বিজেপি৷ তবে ওদের সেই ইচ্ছে পূরণ হবে না৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সুভাষবাবুর ওই মন্তব্য থেকে এরাজ্যে বিজেপির দেউলিয়াপনা আবারও স্পষ্ট হল’৷