এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন তাঁরই একসময়ের সহকর্মী তথা অধুনা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শুভেন্দুকে ঝাঁটা ও কালো পতাকা দেখানোর নিদান দিলেন তিনি। শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জে বিজয়া সম্মিলনীতে গিয়েছিলেন জয়প্রকাশ। সেখানেই জয়প্রকাশ বলেন, “বিরোধী দলনেতা উত্তরবঙ্গে এলেই ঝাঁটা আর কালো পতাকা দেখান।”
প্রসঙ্গত, বিজয়া দশমীর দিন মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ই নভেম্বর সেখানে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। সেই প্রসঙ্গই টানেন জয়প্রকাশ। “আগামী মাসে মালবাজারে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে আসছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এলেই তাঁকে কালো পতাকা দেখান, ঝাঁটা দেখান, গো ব্যাক স্লোগান দিন”, কটাক্ষ তাঁর।