নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে শহরের একাংশ। পরিস্থিতি সামাল দিতে আরএসএসের সদর দফতরের চারপাশে ১৪৪ ধারা জারি করেছে নাগপুর পুলিশ। অভিযানকারীদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। পরিস্থিতি তাতে অশান্ত হয়ে উঠেছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে অভিযানকারীদের এক জায়গায় আটকে দিয়েছে পুলিশ। অভিযানকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে।
ভারত মুক্তি মোর্চা নামে একটি সংগঠন এই ঘেরাও অভিযানের ডাক দিয়েছে। গোটা দেশ থেকে তাদের সমর্থকেরা নাগপুরে জড়ো হয়েছে। ওই সংগঠনের পক্ষে বামন মেশরামের বক্তব্য, আরএসএসের আদর্শ ভারতীয় সংবিধানের পরিপন্থী। তারা দেশকে সংবিধানের উল্টো পথে চালিত করতে চায়। পুলিশ জানিয়েছে বামন মেশরামকে আটক করা হয়েছে।
পুলিশের বক্তব্য, মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তাই পুলিশ মিছিল আটকে দিয়েছে। পুলিশ বাধা দিলে সংগঠনের লোকজন রাস্তায় বসে পড়ে। এখনও শহরের বেশ কিছু রাস্তা বন্ধ।
বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই দেশের নাগরিক সমাজেরও বহু মানুষের আরএসএসের ভাবধারা নিয়ে আপত্তি আছে। হিন্দু জাতিয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ধর্মীয় বিভাজন তৈরি করছে বলে অভিযোগ। তবে এ জন্য সঙ্ঘের সদর দফতরমুখী অভিযানের নজির নেই।