উৎসবের মরশুমেই নদিয়ার পলাশীপাড়া থানার হাঁসপুকুরিয়ার রিফুউজি পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে ঘরের ছেলে সুকান্ত মণ্ডলের। উত্তরপ্রদেশের ঝাঁসিতে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালীন বিস্ফোরণে যে দুই জওয়ানের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন সুকান্ত। গতকাল রাতে তাঁর মৃত্যুর খবর আসার পর থেকেই শোকস্তব্ধ গোটা পরিবার। গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ২০২০ সালে সুকান্ত সেনাবাহিনীতে যোগ দেন। এখন বিশেষ অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সেই প্রশিক্ষণ চলাকালীন ঝাঁসি প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ হয়। তাতে সুকান্তের সঙ্গে বিস্ফোরণে প্রাণ হারান রাজস্থানের এক সেনা জওয়ান।
সুকান্তের দাদা উৎপল বলেন, ‘ওর বেসিক ট্রেনিং আগেই শেষ হয়ে গিয়েছিল। একটি বিশেষ অস্ত্র প্রশিক্ষণ চলাকালীন নাকি বিস্ফোরণে ওর মৃত্যু হয়েছে বলে খবর পাঠানো হয়েছে আমাদের। কী ভাবে বিস্ফোরণ হল, সে সব বিস্তারিত কিছু জানতে পারিনি।’ ছোট ছেলেকে হারিয়ে শোকে পাথর মা রিঙ্কু। তিনি বলেন, ‘রোজই ওর সঙ্গে কথা হত। কাল মনটা খুব আনচান করছিল ওর জন্য। পুজোতে আসবে বলেছিল। কিন্তু পরে বলল ছুটি পায়নি। তাই বলে যে কোনও দিনই আর আসবে না ভাবতেও পারিনি।’