বাংলার দুর্গোৎসবের মাহাত্ম্য এবার ফুটে উঠবে বিশ্বচরাচরে। হলদিয়ার টাউন অ্যাথলেটিক ক্লাবের পুজোর মণ্ডপ নিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রমোশনাল ভিডিও তৈরি করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। হলদিয়ার টাউন অ্যাথলেটিক ক্লাবের এবারের পুজোর থিম ছিল কাতার বিশ্বকাপ। আস্ত ফুটবলের আদলে মণ্ডপ গড়া হয়েছে, প্রতিটি বিশ্বকাপ ফুটবলের নায়কদের ছবি দিয়ে মণ্ডপ সেজে উঠেছে। বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেনদের ছবি রয়েছে গোটা মণ্ডপজুড়ে। সমাজ মাধ্যমে ফুটবলের মতো মণ্ডপ সজ্জা দেখেই তা ভারতের ফিফা কর্তৃপক্ষের নজরে আসে।
এপ্রসঙ্গে ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, সমাজ মাধ্যমের মাধ্যমে জানার পরেই ফিফার এক কর্তা হলদিয়ার বাসিন্দা তথা প্রাক্তন ফুটবলার সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ফিফার লোকজন নবমীর দিন হলদিয়ার ওই পুজোয় আসেন। হলদিয়ার বিশ্বকাপ ফুটবলের মণ্ডপ দেখে দারুণ খুশি ফিফা কর্তৃপক্ষ। কাতার বিশ্বকাপের জন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে নানা ধরনের প্রমোশানাল ভিডিও তৈরি করছে ফিফা। হলদিয়ার ওই ক্লাবের মণ্ডপ নিয়ে ফিফার প্রতিনিধিরা তিন ঘণ্টা শ্যুটিং করেছে। খুদে ও তরুণ ফুটবলারদের বিভিন্ন দেশের জার্সি পরিয়ে মণ্ডপের সামনেই ফিফার লোকজন শ্যুটিং করেন। ওই ভিডিও বিশ্বকাপে প্রতিযোগিতায় পাঠাবে ফিফা। উল্লেখ্য, টাউন ক্লাবের একটি ফুটবল কোচিং ক্যাম্প রয়েছে। তিন দশক ধরে ফুটবলের চর্চার মধ্যে রয়েছে ক্লাবটি। এবার তাদের মুকুটে নতুন পালক যোগ হল।