বেনজির ঘটনার সাক্ষী ভারতের সর্বোচ্চ আদালত। বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের প্রস্তাবে না জানিয়ে দিলেন দুই কলেজিয়াম সদস্য। আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের চার বিচারপতির শূন্যপদে নিয়োগের জন্য প্রধান বিচারপতি ললিত চারজনের নাম সুপারিশ করেন। কলেজিয়ামের দুই সদস্য সেই নিয়োগে আপত্তি জানায়।
কলেজিয়ামের দুই সদস্য উল্লেখ করেন পূর্বের একটি ঘটনা। তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানা (নুথালাপতি ভেঙ্কট রামানা) অবসরের কয়েকদিন আগে শীর্ষআদালতের বিচারপতির শূন্যপদে নিয়োগের জন্য কয়েকজন প্রবীণ বিচারপতি নাম কলেজিয়ামের কাছে পেশ করেছিলেন। তখন কলেজিয়ামের অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন উদয় উমেশ ললিত। তিনি তাঁর প্রস্তাবে আপত্তি জানান। বর্তমান কলেজিয়ামের দুই সদস্য তাদের আপত্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে অতীতের কারণ তুলে ধরেন। পাশাপাশি তাঁরা বলেন, শূন্যপদে নিয়োগ লিখিতভাবে পেশ করা যায় না। নিয়োগ নিয়ে কলেজিয়ামে আলোচনা করতে হবে। একমাত্র কলেজিয়ামের সম্মতি দিলেই প্রধান বিচারপতি শূন্যপদে নিয়োগ করতে পারেন।
নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামের সর্বসম্মতি প্রয়োজন। কলেজিয়াম প্রস্তাবে সম্মতি দিলে প্রধান বিচারপতি সেই নাম আইন মন্ত্রকের কাছে পাঠিয়ে দেয়। মন্ত্রক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত অবসরগ্রহণ করবেন আগামী ৮ অক্টোবর। অন্যদিকে, সর্বোচ্চ আদালত খুলবে ১০ অক্টোবর। প্রধান বিচারপতি অবসর গ্রহণের পর তিনি কলেজিয়ামের বৈঠকে অংশ নিতে পারবেন না। সে ক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দায়িত্ব পাবেন ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন।