গত ২২ অগস্ট থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে উৎসবের মরশুমের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। শারীরিক অবস্থার অবনতি ঘটায় রবিবার সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাকে আইসিইউতেও স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মুলায়মকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২ অক্টোবর তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, গত জুলাই মাসেই সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়মের স্ত্রীবিয়োগ হয়। সেই সময়ই সাধারণ রুটিন শারীরক পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখনও তাঁর কিছু জটিলতা ধরা পড়ে। এরপর অগস্টেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হয়েছে তারপর থেকে। অবশেষে চলতি মাসেই হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, বার্ধক্যজনিত নানা অসুখে আক্রান্ত তিনি। এর মধ্যে অন্যতম মূত্রনালীর সংক্রমণ।