বিজয়ার আবহে ফের দুর্ঘটনার সাক্ষী রইল বাংলা। বুধবার মালবাজারের আচমকা হড়পা বানে মৃত এখনও পর্যন্ত আট জন। পাশাপাশি কলকাতায় তিন জনের মৃত্যু হল বাসের ধাক্কায়। বুধবার রাত ১টা বেজে ১০ মিনিটে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে ঘটনাটি ঘটে। দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন তিন জন। আহত আরও তিন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুজোর রাতে প্রতিমা ভাসান দেখে হেঁটে ফিরছিলেন একাধিক পথচারী। এমনই সময়ে বিদ্যাপতি সেতুতে একটি বাস পর পর ধাক্কা মারে ৬ জন পথচারীকে। মৃতদের নাম, অদিতি গুপ্ত (১৮), রাহুল কুমার প্রসাদ (৩০) এবং নন্দিনী কুমারী (২৩)। বাতি তিন আহতকে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গিয়েছে, একই পরিবারের পাঁচ জনকে ধাক্কা মেরেছে সেই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অদিতি গুপ্তর। বাকি পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে কোঠারি হাসতাপালে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীকালে। ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। তাঁদের মধ্যে এক জন বাসের কনডাক্টর এবং অন্য জন হেল্পার।বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিকেও। ঘটনাস্থল থেকেই পলাতক হয়েছে বাসের চালক।
