শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। অপেক্ষায় দিন গুনছেন ফুটবলপ্রেমীরা। আগামী নভেম্বরেই কাতারে বসতে চলেছে ফুটবলের বিশ্বযুদ্ধের আসর। জোরকদমে চলছে প্রস্তুতি। করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সে দেশের সরকার। কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের নিয়ে যেতে হবে নেগেটিভ কোভিড রিপোর্ট। নইলে খেলা দেখার টিকিট থাকলেও ঢুকতে দেওয়া হবে না। শুধু তাই নয়, নজর রাখা হবে বিশ্বকাপ দেখতে যাওয়া প্রত্যেক দর্শকের উপর। কাতার বিশ্বকাপের আগে কিছু নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকদের কাতার বিমানবন্দরে নামার পরেই একটি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে কে, কখন, কোথায় যাচ্ছেন, তার সব খবর সরকারের কাছে থাকবে। প্রয়োজনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগও করা হতে পারে।
পাশাপাশি, বিশ্বকাপ চলাকালীন যাতে কোনও ভাবেই করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য কড়া বন্দোবস্ত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কাতারে পা দেওয়ার পরে বিমানবন্দরেই দর্শকদের কোভিড রিপোর্ট পরীক্ষা করে দেখা হবে। অন্তত ৪৮ ঘণ্টা আগের নেগেটিভ কোভিড রিপোর্ট দেখালে তবেই তাঁকে দেশে ঢুকতে দেওয়া হবে। আরটি-পিসিআর ছাড়া অন্য কোনও রিপোর্ট নেওয়া হবে না। অবশ্য যদি কারও শরীরে উপসর্গ না থাকে, তা হলে কাতারে নামার পরে আর নতুন করে কোভিড পরীক্ষা করা হবে না। কাতারে বিশ্বকাপ দেখতে অন্তত ১২ লক্ষ দর্শকের যাওয়ার কথা। কোভিড টিকা না নিলে ঢুকতে দেওয়া হবে না, এমন কোনও নিয়ম অবশ্য নেই। তবে সেখানে গিয়ে বাস, সাবওয়েতে মাস্ক পরে থাকতে হবে। স্টেডিয়ামে ঢোকার আগে প্রত্যেক দর্শকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হবে। এমনই জানিয়েছে কাতারের সরকার।
