পুজোর আবহে মাতোয়ারা শহর। মণ্ডপে মণ্ডপে নেমেছে মানুষের ঢল। আজ চতুর্থী। কলকাতায় কোন মেট্রো স্টেশনের পাশে কোন পুজো, তা দেখে নেওয়া যাক এক নজরে।
১) দমদম :
১৪ পল্লী সর্বজনীন, সিঁথি সর্বজনীন।
২) বেলগাছিয়া :
মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, বেলগাছিয়া সর্বজনীন (টালা পার্ক), নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজী স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, ভারতচক্র। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি, শ্যামবাজার, বাগবাজার, শ্যাম স্কোয়্যার, ফ্রেন্ডস ইউনিয়ন, জগৎ মুখার্জি পার্ক।
৩) শোভাবাজার :
আহিরীটোলা, বেনিয়াটোলা, কুমারটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, যুবকবৃন্দ, গৌড়বেড়িয়া/গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, চালতাবাগান।
৪) গিরীশ পার্ক :
বিডন স্কোয়্যার, শিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।
৫) মহাত্মা গান্ধী রোড :
মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব।
৬) সেন্ট্রাল :
সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার, কাপালিটোলা।
৭) চাঁদনি চক :
জানবাজার, তালতলা সর্বজনীন।
৮) রবীন্দ্র সদন :
গোখেল স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
৯) নেতাজী ভবন :
হরিশ পার্ক, ২২ পল্লি, পদ্মপুকুর যুব অ্যাসোসিয়েশন, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ৭৫ পল্লি, সংঘমিত্রা, ম্যাডক্স স্ক্যোয়ার, ৭৬ পল্লি, রয় স্ট্রিট পার্ক, ভবানীপুর, ভবানীপুর স্বাধীন সংঘ।
১০) যতীন দাস পার্ক :
যতীন দাস পার্ক, ২৩ পল্লি, ফরোয়ার্ড ক্লাব, মাতৃ মন্দির, বকুল বাগান সর্বজনীন দুর্গোৎসব।
১১) কালীঘাট :
দেশপ্রিয় পার্ক, সংঘশ্রী, বাদামতলা, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, এগডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, আদি লেক পল্লি, বোসপুকুর শীতলা মন্দির, রাজডাঙা নবউদয় সংঘ, ত্রিধারা।
১২) রবীন্দ্র সরোবর :
সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির, তরুণ সংঘ।
১৩) মহানায়ক উত্তম কুমার :
অজেয় সংহতি, বরিষা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, পুটিয়ারি ক্লাব, হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব।
১৪) নেতাজি :
পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসব।
১৫) মাস্টারদা সূর্য সেন :
মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতি।
১৬) গীতাঞ্জলি :
নাকতলা উদয়ন সংঘ।
১৭) কবি নজরুল
নবদুর্গা সর্বজনীন দুর্গোৎসব।