বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মামলা করার পর নতুন করে ‘গুলি’ মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবারই ওই মন্তব্য নিয়ে এফআইআর করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন সুকান্ত। আর এরপরই সুকান্তকে তাঁর দলের নেতাদের মন্তব্য মনে করালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, সুকান্ত একটি মামলা করেছেন শুনেছি। ভুলে গিয়েছেন, আপনার দলের নেতা সায়ন্তন বসু কেন্দ্রীয় বাহিনীকে বলেছিলেন, বুক লক্ষ্য করে গুলি করুন? আপনার দলের দিলীপ ঘোষ বলেছিলেন, ওপর থেকে ৬ ইঞ্চি নামিয়ে দেব, শেষকৃত্য করার লোক পাবেন না। অনুরাগ ঠাকুর বলেছিলেন- গোলি মারো। আপনার দলের নেতাদের কথা ভুলে গেলেন?
কুণালের দাবি,অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের সংযমকে মান্যতা দিতে চেয়েছেন। কুণাল ঘোষ অভিষেকের মন্তব্যের উল্লেখ করে বলেন, ‘বাম জমানায় গুলি করে মানুষকে মেরে দিত পুলিশ। বিজেপি রাজ্যগুলিতে গুলি চলছে। কিন্তু অভিষেক সংযম আর সহিষ্ণুতাকে স্যালুট করেছেন, গুলি চালানোর নিদান দেননি।’