সমাজবিজ্ঞানের পরীক্ষায় ভুল উত্তর লিখেছিল। এই ছিল তাঁর ‘অপরাধ’। এরই ‘শাস্তি’ হিসাবে যোগী রাজ্যে দলিত ছাত্রকে পিটিয়ে খুন করলেন এক স্কুল শিক্ষক। গত ৭ সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রকে। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অওরাইয়ার। মৃত ছাত্রের নাম নিখিল দোহরে। পুলিশ সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর স্কুলে সমাজবিজ্ঞানের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় কিছু ভুল করেছিল নিখিল। কেন ভুল হয়েছে সেই প্রশ্ন তুলে শিক্ষক অশ্বিনী সিংহ নিখিলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
এর পরই গত ২৪ সেপ্টেম্বর আচলদা থানায় শিক্ষক অশ্বিনীর বিরুদ্ধে চিকিৎসায় সহযোগিতা না করা, জাত তুলে গালিগালাজ করা, মারধর-সহ একাধিক অভিযোগে এফআইআর করেন নিখিলের বাবা রাজু দোহরে। শিক্ষককে গ্রেফতার করার জন্য পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে।