গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা। শুরু থেকেই সেই যাত্রার সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী। এবার দলের এই সুবিশাল কর্মসূচিতে যোগ দিতে চলেছেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। আগামী ৩০ সেপ্টেম্বর রাহুলের নেতৃত্বে এই মিছিল ঢুকবে কর্ণাটকে। সে রাজ্যেই আলাদা আলাদাভাবে মিছিলে যোগ দেবেন সোনিয়া এবং প্রিয়াঙ্কা। শুক্রবার একথা জানিয়েছেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।
প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। দক্ষিণের এই রাজ্যটিতে এই মুহূর্তে বেশ ভাল রকম চাপে রয়েছে বিজেপি। সেকারণেই কর্ণাটকে বাড়তি নজর দিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া এখন শারীরিকভাবে খানিকটা সুস্থ। তাই ভারত জোড়ো যাত্রায় হাঁটতে তাঁর খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারও জানিয়েছেন, কোনও একদিন কর্ণাটকে মিছিলে হাঁটবেন সোনিয়া। অন্য আরেকদিন হাঁটবেন প্রিয়াঙ্কাও।
