এবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই মন্দির তৈরির দাবি উঠল। আর এমন দাবি তুললেন ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রনেতা অজয় সিং। তাঁর বক্তব্য, ‘ভালো পরীক্ষার জন্য কোনও পরীক্ষার্থী দেবী সরস্বতীকে প্রণাম করে যেতে চান, তাহলে তাঁর সেই সুবিধা পাওয়া উচিত’। সেই কারণেই ওই নেতা দাবি করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মন্দির তৈরি করার জন্য।
তবে শুধু মন্দির তৈরি করার মধ্যেই থেমে নেই অজ্যের দাবি। বরং তিনি চান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই গড়ে উঠুক সর্বধর্ম প্রার্থনা স্থল। সেই প্রার্থনাস্থলে থাকুক গুরুদ্বারা, চার্চ, মন্দির। সেখানে সকলেই প্রার্থনার সুযোগ পান।
এই জন্য আলিগড় মুসিলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি চিঠিও লিখেছেন অজয়। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংখ্যাগরিষ্ঠ পড়ুয়াদের জন্য প্রার্থনাস্থল রয়েছে। তাঁরা সেখানেই দিনের নির্দিষ্ট সময়ে প্রার্থনা করেন। কিন্তু বাকিরা সেই সুযোগ পান না। এর থেকেই তাঁর মত, সেখানে হিন্দু পড়ুয়াদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে’।