একসময় মহালয়ার দিন ভোরে টিভি খুললেই তিনি চলে আসতেন সকলের সামনে অসুর বেশে৷ সেই সময় ইন্টারনেট এবং মোবাইলের চলও কম ছিল। যতদিন এগিয়েছে টিভি থেকে শুরু করে রেডিও প্রচলন কমেছে। তাই টিভির বিখ্যাত অমল অসুরের কথাও ভুলে গিয়েছে মানুষ।
আজ তাঁর খবর রাখেন না কেউ৷ অসহায়, অভাবে দিন কাটছে একসময়ের টিভির এই অসুরের। অবশেষে অভিনেতা অমল চৌধুরীর বর্তমান আর্থিক দুরাবস্থার কথা মিডিয়া সূত্রে জানতে পেরে শারদোৎসবের প্রাক্কালে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মতো শিল্পীকে সাহায্য করা আমাদের সামাজিক কর্তব্য। এই উদ্দেশ্যে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস ও বারাসাত সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তাঁর কাছে পৌঁছে যান এবং কথা বলেন। পুজোর আগেই অভিনেতার হাতে তুলে দেওয়া হয়েছে সামান্য উপহার।