গত মঙ্গলবারই বিজেপির নবান্ন অভিযানে গেরুয়া বাহিনীর তাণ্ডবের সাক্ষী থেকেছিল গোটা কলকাতা। দলীয় কর্মসূচির নামে পুলিশ কর্মীদের মারধর থেকে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল। ইতিমধ্যেই পুলিশ কর্মীর ওপর প্রাণঘাতী হামলা, বোমাবাজি এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ফেরার ছিল মূল অভিযুক্ত৷ অবশেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক থেকে সেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মূল অভিযুক্ত যুবককে খুঁজছিল পুলিশ। কিন্তু সে ঘটনার দিন থেকে গা ঢাকা দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের ওপর হামলার নেপথ্যে রয়েছে শুভেন্দু অধিকারীর ‘মাস্টার মাইন্ড’৷ তা না হলে কেন মূল অভিযুক্তকে আশ্রয় দেবে?
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এগরা থানার পুলিশ যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজকুমার মাইতি। তিনি কলকাতার দমদম এলাকার বাসিন্দা। এবং বিজেপির সক্রিয় কর্মী৷ এগরা থানার আইসি মৌসুম চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, ‘নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা ঘটনায় প্রধান অভিযুক্ত যুবক এগরায় লুকিয়ে ছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে ধৃতকে গোপন ডেরা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷’