ফিরছে স্বস্তি। কমছে মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩২ জন। রাজ্য স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৬ হাজার ১৯। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৩ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৫৪ জনের।
রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮১ হাজার ৪৬৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৩ শতাংশ। একদিনে ১০ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.২৩ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১ লক্ষ ৩০ হাজার ৪১৯ডোজ দেওয়া হয়েছে। মোট ১ কোটি ৩০ লক্ষ ৫৬ হাজার ৮৪১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে সারা বাংলায়।