ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পূণ্য তিথির স্মরণে এই দেশে মহাআড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী। আর এই তিথিতেই অফিসিয়ালি দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। ঠিক যেমন বেলুড়মঠে। প্রতিবছরের মতো নিয়ম মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী তিথিতে প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো। এ দিন ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল-ধূপের পাশাপাশি বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়।
বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় আজ থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। তবে শুধু বেলুড়মঠে নয়। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে জন্মাষ্টমীতে দুর্গাপুজোর অফিসিয়াল সূচনা হয়ে যায় খুঁটিপুজোর মাধ্যমে। শারদোৎবের নান্দীমুখের জন্য জন্মাষ্টমীর পূণ্য লগ্নকেই বেছে নেন বহু পুজো উদ্যোক্তা। জন্মাষ্টমী তিথিতেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হল বিভিন্ন ক্লাবে।