এবার রাজ্যের রেশন দোকানদারদের সুখবর শোনাল মমতা সরকার। এবার থেকে রেশন দোকানদারদের জন্য এককালীন মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত তারা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘রেশন দোকান প্রতি কিলোগ্রাম খাদ্য শষ্য বিক্রির জন্য সরকারিভাবে ৯৫ পয়সা অর্থাৎ কুইন্টাল প্রতি ৯৫ টাকা কমিশন পেয়ে থাকে। দুয়ারে রেশন চালুর পর তাদের আরও অতিরিক্ত ৭৫ পয়সা কমিশন দেওয়া হচ্ছিল প্রতি কিলোগ্রাম চাল-গম বিক্রির জন্য। এর পাশাপাশি আরও এক কালীন পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রতিটি রেশন দোকানকে। এছাড়াও এছাড়াও প্রতি কুইন্টাল চাল-গম বিক্রির জন্য ২০০ গ্রাম হ্যান্ডেলিং লোকসান বাবদ একটি পয়সা দেওয়া হবে।’