বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি শিল্পের দিকেও বাড়তি নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। যার ফলে বাংলাই এখন বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। এবার রাজ্যে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ১৮ শিল্প সংস্থা। বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভা শিল্প তালুকে তাদের জমি দিতে ছাড়পত্র দিল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘রাজ্য সরকার পাঁচটি নতুন শিল্প তালুক তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে’।
প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে প্রায় ৬৪ টি শিল্প তালুক রয়েছে। অনেকগুলি শিল্প তালুকে অনেকটাই জমি পড়ে রয়েছে। এছাড়াও রাজ্য সরকার শিল্প তালুক গড়তে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে নূন্যতম জমির পরিমান দশ একরের বদলে পাঁচ একর করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ছাড়ের কথাও ঘোষণা করেছে। এরই মধ্যে অর্থমন্ত্রী জানান, ১৮ টি সংস্থার মধ্যে চারটিকে খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুক,পানাগড় শিল্প তালুক ও নৈহাটির ঋষি বঙ্কিম শিল্প তালুকে জায়গা করে দেওয়া হয়েছে। এই সংস্থাগুলি হল,সি জি ফুডস প্রাইভেট লিমিটেড,বার্জার পেন্টস,এস এস গ্লোবাস স্পিরিট ও জুভিলেন ফুড ওয়র্কাস। সরাসরি এই সংস্থাগুলিতে চার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।