উদ্বেগ ও হতাশার মেঘ ছড়িয়ে পড়েছে সমর্থকদের মনে। ভারতীয় ফুটবলের উপরে নেমে এসেছে ফিফার নির্বাসনের খাঁড়া। দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন, এটিকে মোহনবাগানের এএফসি কাপ খেলা, এমন অনেক কিছু নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এই নির্বাসন উঠবে কবে? ঘনীভূত হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরও দিয়েছে ফিফা। দুটি শর্ত রয়েছে। প্রথমত, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) হাতে সম্পূর্ণ দায়িত্ব তুলে দিতে হবে। এআইএফএফ-এর হাতে দায়িত্ব তুলে দিতে হলে করতে হবে নির্বাচন। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা। সেটা হলেই ভারতীয় ফুটবল ফিরতে পারবে নিজস্ব ছন্দে। করতে পারবে বিশ্বকাপ আয়োজনও। এএফসি কাপে খেলতে পারবে এটিকে মোহনবাগানও।
প্রসঙ্গত, মঙ্গলবার এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এমন শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে। কাজেই আপাতত নির্বাচনের আশাতেই দিন গুনছেন সমর্থকরা।
