গত রবিবারই বেহালা ম্যান্টনের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি এ-ও বলেছিলেন, ‘১৬ অগস্ট খেলা হবে তো? কী খেলবেন তো?’ আর তারপরই মঙ্গলবার সকালে দেখা গেল তৃণমূলকে নকল শুভেন্দুর কোমরে দড়ি পরিয়ে মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত অভিনব মিছিল করতে।
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে মঙ্গলবার ও বুধবার রাজ্য জুড়ে দলকে রাস্তায় নামার ডাক দিয়েছেন মমতা। শুধু তাই নয়। অনুব্রত গ্রেফতার হওয়ার পর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ঘোষণা করেছিলেন, ছাত্র-যুবরা রাস্তায় নেমে কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
