গত রবিবারই বেহালা ম্যান্টনের সভা থেকে বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেছিলেন, ‘১৬ অগস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে। খেলা হবে দিবস। মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, কাজকর্মও করবেন। রাস্তায় নামতে হবে।
রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তাই নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে। খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না। ভাল লাগবে।’ দলনেত্রীর কথা মতোই আজ, মঙ্গলবার রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ শাসক দলের নেতা-নেত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন। এদিন কলকাতায় সকালবেলা মিছিল হয়, মাণিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত। কাউন্সিলর অয়ন চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি ৷ এছাড়া কেন্দ্রীয় এজেন্সি যা যা আচরণ করছে তা সঠিক নয়। এরই বিরুদ্ধে পথে নেমেছে দল।