হঠাৎই মিলল চাঞ্চল্যকর ইঙ্গিত। যা ঘিরে ইতিমধ্যেই ঘনীভূত জল্পনা। শুরু হয়েছে বিতর্কও। নতুন করে নাকি দেশের সংবিধান তৈরি হচ্ছে! আর তা অনুযায়ী ভারতে ভোটাধিকার থাকবে কেবল হিন্দুদের! একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এরকম একটি খবর প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক মহলে তুঙ্গে শোরগোল। সংবাদমাধ্যম সূত্রে খবর, বারাণসীর শঙ্করাচার্য পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে নতুন ‘সংবিধান’ তৈরির কাজ চলছে। যার মাধ্যমে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করা হবে।
পাশাপাশি, শঙ্করাচার্য পরিষদের দাবি, ২০২৩ সালে মাঘ-মেলা উপলক্ষে প্রয়াগরাজের ‘ধর্ম সংসদ’-এ ঘোষণা করা হবে সেই ‘সংবিধান’। যে ‘সংবিধান’ অনুযায়ী, ভারতে ভোট দেবার অধিকার থাকবে শুধুই হিন্দুদের। বাকি ধর্মের প্রতিনিধিরা দেশে থাকতে পারবেন, অন্যান্য অধিকারও থাকবে, কিন্তু ভোট দিতে পারবেন না। এই খবর প্রকাশ্যে আসার পরে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের নিন্দায় সরব বিরোধী দলগুলি। ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষও। বিষয়টি নিয়ে প্রতিবাদমুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। ‘‘এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। বহুত্বের দেশ ভারতে এমন ভাবনার প্রতিবাদ করা উচিত সকলের’’, জানিয়েছেন দলের প্রবীণ সাংসদ সৌগত রায়।
