কড়া সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। এখন থেকে ইচ্ছেমতো যেখানে-সেখানে কার্যালয় তৈরি করা যাবে না। ওয়ার্ডে বা ব্লকের যত্রতত্র খোলা যাবে না পার্টি অফিস। প্রতিটি জেলায় দলের একটি করে সদর কার্যালয় থাকবে। সেই জেলা সদর কার্যালয় থেকেই সংশ্লিষ্ট জেলার সংগঠনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হবে। প্রতি ১৫ দিন পর পর জেলা পার্টি অফিসে সংশ্লিষ্ট জেলার সভাপতি, চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। প্রয়োজন মতো ব্লক ও অঞ্চল সভাপতির ডেকে খোঁজখবর নিতেও বলা হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে দলের নতুন-পুরনো নেতা-কর্মীদের সকলকেই।
প্রসঙ্গত উল্লেখ্য, একটি জেলার বিভিন্ন জায়গায় একাধিক পার্টি অফিস, একই এলাকার মধ্যে দুটি পার্টি অফিস, একটি নির্দিষ্ট জায়গার মধ্যে অস্থায়ীভাবে গড়ে ওঠা একাধিক পার্টি অফিস তৈরির বিষয়গুলি দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে। অনুমোদন না নিয়ে যে যে পার্টি অফিস তৈরি হয়েছে, সেই বিষয়েও খবর পৌঁছেছে দলের সর্বোচ্চ পর্যায়ে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া জেলার সাংগঠনিক অবস্থা নিয়ে ডাকা তৃণমূলের বৈঠকে বিষয়টি উঠে এসেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং জেলা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা, বিধায়করাও বৈঠকে হাজির ছিলেন বলে খবর। জানা গিয়েছে, অভিষেক ওই বৈঠকে বলেন, সব জায়গায় ইচ্ছে মতো পার্টি অফিস খোলা যাবে না। দলের অনুমোদন নিয়ে নির্দিষ্ট জায়গায় কার্যালয় তৈরি করতে হবে। দলের অনুমোদিত পার্টি অফিস থেকেই চলবে যাবতীয় কাজকর্ম।
