গরুপাচারকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করার কোনও দরকার নেই। মঙ্গলবার রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর ফের একবার একথা জানিয়ে দিলেন আলিপুর কম্যান্ড হাসপাতালের চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ানোর ঘোষণা করার পর মঙ্গলবার প্রথম প্রকাশ্যে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। এদিন তাঁর শরীরি ভাষা ছিল অনেক প্রত্যয়ী।
এদিন বেলা ১১টা নাগাদ অনুব্রতকে নিয়ে কম্যান্ড হাসপাতালের উদ্দেশে রওনা দেয় সিবিআইয়ের কনভয়। নিজাম প্যালেস থেকে বেরিয়ে নিজের পায়ে হেঁটে গাড়িতে ওঠেন অনুব্রত। এদিন তাঁর মুখে স্পষ্ট ছিল প্রত্যয়ের ছাপ।
মঙ্গলবার কম্যান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করেন ৪ চিকিৎসকের মেডিক্যাল টিম। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, অনুব্রতর হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। বেলা ২টো নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেয় সিবিআইয়ের কনভয়।