তুলনামূলকভাবে সুস্থ বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি। তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে। আগের চেয়ে ভাল আছেন। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। হামলার জেরে ‘দ্য স্যাটানিক ভার্সেসে’র রচয়িতা একটি চোখ হারাতে পারেন বলে আগে জানিয়েছিলেন তাঁর এজেন্ট। রুশদির হাতের স্নায়ুও ছিঁড়ে গিয়েছে। তাঁর যকৃৎ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছিল। তবে ভেন্টিলেটর থেকে রুশদিকে বার করা হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, এ ব্যাপারে বিশদে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউসনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকারজয়ী লেখকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েক বার ছুরির কোপ বসানো হয় লেখকের ঘাড়ে, বুকে, পেটে। তৎক্ষণাৎসমাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর হেলিকপ্টারে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় রুশদিকে। হামলাকারী হাদি মাতারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। শতকা কাউন্টি জেলে রাখা হয়েছে হামলাকারীকে।
