স্বাস্থ্যক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে সাধারণ মানুষ বিনা খরচে চক্ষু চিকিৎসার সুযোগ পাবে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাঁরা এবার কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে বিনামূল্যে চোখের রোগের চিকিৎসা এবং অপারেশনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি তাদের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। চোখের চিকিৎসা এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত ছিল না। জানা গেছে, এই প্রকল্পের আওতার বাইরে থাকা বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে তথ্য চেয়ে জেলাগুলিকে চিঠি দেয় স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল্যায়ন কমিটি। জেলার সেই তালিকায় থাকা বিভিন্ন রোগকে ক্রমান্বয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যেই। তারই প্রথম পর্বে চোখের রোগের চিকিৎসাকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে আনা হয়েছে।
