উত্তরপ্রদেশে বারবারই প্রশ্নের মুখে পড়ছেন নাগরিকদের বাকস্বাধীনতা। এবার ফের বিতর্কের কেন্দ্রে যোগীরাজ্য। সদ্যই মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। সঙ্গে সঙ্গেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে যোগী রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠন সনাতন রক্ষক সেনা। তাদের বক্তব্য, লাল সিং চাড্ডা ছবিটি ভারতে দেখানো যাবে না। প্রতিবাদ মিছিলও ডেকেছে ওই সংগঠনটি। ছবির পরিচালক অদ্বৈত চৌহানকেও কড়া কথা বলতে ছাড়েনি হিন্দুত্ববাদী সংগঠনটি।
পাশাপাশি সনাতন রক্ষক সেনা দাবি করেছে, আমিরের সব ছবিতেই হিন্দু দেবদেবীদের অসম্মানিত করা হয়, তাই আমিরের সব ছবিই বয়কট করা উচিত। এ প্রসঙ্গে তারা পিকে ছবিটিকে টেনে আনছেন। অন্যদিকে ২৪ ঘণ্টাও পেরোয়নি মুক্তি পেয়েছে ‘লাল সিংহ চড্ডা’। তার মধ্যেই পাঞ্জাবের জালন্ধরে বন্ধ করে দেওয়া হল ছবির প্রদর্শনী। সংবাদ সংস্থার খবর, একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, আমিরের এই নতুন ছবি আঘাত করেছে তাঁদের ধর্মীয় অনুভূতিকে।
উল্লেখ্য, ছবিটিকে সমর্থন জানাতে এগিয়ে আসে অন্য একটি দল। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন। তাঁদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠনগুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই। কিছুদিন আগে নেটদুনিয়ায় আমির খানের বহু পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি ও অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছিলেন আমির। পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিচ্ছেন কেউ কেউ। অর্থাৎ মোদী-জমানায় দেশে শিল্পীর স্বাধীন পরিসরেল যে অতিশয় বিপন্ন, এই ঘটনায় ফের প্রকাশ্যে এল তা।