আর মাত্র কয়েকদিন। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। উত্তেজিত ফুটবলপ্রেমীরা। আগামী ২৮শে আগস্ট ময়দানের চির-প্রতিদ্বন্দ্বী দুই দল ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হচ্ছে। তুঙ্গে উন্মাদনা। ইতিমধ্যেই অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এবার কলকাতাতেই হবে ডুরান্ড কাপের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল সব ম্যাচই হবে যুবভারতীতে।
আগামী ১৬ই আগস্ট টুর্নামেন্টের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা ছাড়াও গুয়াহাটি, ইম্ফলে হবে বাকি ম্যাচ। এবারের টুর্নামেন্টে ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১১টি দল খেলবে আইএসএল থেকে, চারটি আই লীগের দল ও ৫টি সার্ভিসেসের দল। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ লাখ টাকা, রানার্স দল পাবে ৪০ লক্ষ টাকা। মোট ৪৭টি ম্যাচ হবে। এর মধ্যে ২৭টি ম্যাচ হবে কলকাতায়।