১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়কে পুনর্বিবেচনার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের তিন মন্ত্রী। ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায়।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে। সেই পরিবেশেই গত সোমবার আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্দেশকেই পুনর্বিবেচনার আর্জি জানালেন ফিরহাদ হাকিমরা।
উল্লেখ্য, বাংলার শাসক দলের নেতা মন্ত্রীদের সম্পত্তি কীভাবে ও কী হারে বেড়েছে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছিল আদালত।
শুক্রবার রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায় আদালতের দ্বারস্থ হন। তাঁদের আর্জি, গত ৮ অগস্ট হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনা করে দেখা হোক।