সরগরম বিহারের রাজ্য-রাজনীতি। অতিসম্প্রতিই ঘটেছে পালাবদল। মঙ্গলবার বিজেপির সঙ্গ ছেড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতিশ কুমার। নীতিশ পদত্যাগ করতেই আরজেডি, কংগ্রেস, বামেরা তাঁর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেয়। রাতারাতি ক্ষমতা দখল করে সাত দলকে নিয়ে গড়ে তোলা ‘মহা গটবন্ধন’। বুধবার সেই নতুন সরকারের হয়ে অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। আজ দুপুরে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান।
এরপরই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাষ্ট্রীয় জনতা দল সভাপতি তেজস্বী যাদব। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালুপ্রসাদ যাদবের পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তেজপ্রতাপ যাদব, মিশা ভারতী, জেডিইউর জাতীয় সভাপতি রাজীবরঞ্জন সিং ওরফে লল্লন সিংহ-সহ মহাজোটের শরিক দলগুলির প্রথম সারির নেতারা। সূত্র অনুযায়ী, জোটের বৃহত্তম দল হিসাবে সর্বাধিক সংখ্যক দফতর পেতে চলেছে লালুপ্রসাদের দল আরজেডি। তাদের প্রায় ২০ জন বিধায়ক মন্ত্রিসভায় আসতে চলেছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছাড়াও জেডি (ইউ)-র তরফে ১১ থেকে ১৩ জন মন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে। শাসক জোটের আরও দুই শরিক, কংগ্রেস এবং জিতনরাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম মোর্চার তরফে যথাক্রমে ৪ জন এবং ১ জন মন্ত্রী হতে চলেছেন। রাজ্যের একমাত্র নির্দল বিধায়ক সুমিতকুমার সিংহও মন্ত্রিসভায় আসতে চলেছেন বলে জানিয়েছে সূত্র।
