প্রস্তুতি শুরু করে দিলেন ঝুলন গোস্বামী। আইপিএলের আগামী মরসুমে খেলার জন্য তৈরি তিনি। তবে খেলতে পারবেন কি না, এখনও নিশ্চিত নয়। পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। আসন্ন মরসুমের জন্য সোমবার অনুশীলন শুরু করে দিলেন ঝুলন। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন ঘণ্টার অনুশীলন করেন সিএবি-র ইন্ডোরে। নিজেকে ফিট রাখার জন্য রোয়িং অনুশীলনও করলেন তিনি। বাংলার মহিলা দলের প্রস্তুতিও শুরু হল সোমবার। সেই দলেরই মেন্টর এবং খেলোয়াড় ঝুলন।
এদিন প্রথমে দলের সঙ্গে নেটে হালকা গা ঘামান ঝুলন। তারপর জিমে প্রথমে ট্রেডমিল করেন বেশ কিছু ক্ষণ। দ্বিতীয় দফায় ঝুলন রোয়িং অনুশীলন করেন। সিএবি-র জিমেই বিশেষ যন্ত্রের মাধ্যমে রোয়িং অনুশীলনের ব্যবস্থা আছে। সবশেষে স্ট্রেচিং করেন। জানা গিয়েছে, ঝুলন এখন সম্পূর্ণ চোটমুক্ত। চোটের জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে খেলা হয়নি তাঁর। ভারতও ছিটকে যায়। সেই কারণেই আগামী মরসুমের জন্য নিজেকে তৈরি রাখছেন এই ফাস্ট বোলার। আইপিএলে খেলার জন্যও তৈরি তিনি। এ ব্যাপারে ঝুলন নিজে কিছু না বললেও জানা গিয়েছে তিনি খেলতে আগ্রহী। সেই কারণেই নিজেকে তৈরি রাখছেন তিনি।