এবার ১৩ বছরের নাবালিকাকে সেনা আবাসে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠতেই সিকিমের রংপোয় এক আইটিবিপি জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ওই সেনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তিনি অভিযোগ করেন, তাঁর নাবালিকা মেয়েকে একাধিক বার যৌন নির্যাতন করেছেন ওই জওয়ান। শুধু তা-ই নয়, ওই আইটিবিপি জওয়ানের সঙ্গে এই কাজে জড়িত ছিলেন এক সাব ইনস্পেক্টর এবং স্থানীয় এক নাবালক।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মা অভিযোগ করেছেন, গত এপ্রিল মাস থেকে একাধিক বার তাঁর ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত জওয়ান। অভিযোগের ভিত্তিতে ওই আইটিবিপি জওয়ানকে গ্রেফতারও করা হয়েছে। তাঁর বাড়ি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের ধরচুলায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। তদন্ত চলছে অভিযুক্ত সাব ইনস্পক্টরের বিরুদ্ধেও।
