আর মাত্র মাসদুয়েক। তারপরই শারদোৎসব। ইতিমধ্যেই মহানগরীর থানা এবং ট্র্যাফিক গার্ডগুলিকে পুজোর প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। মহরম নিয়ে পুলিশ বাহিনীর কর্তা এবং আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার আলিপুর বডিগার্ড লাইন্সে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। সেখানেই তিনি জানান, সামনে একে একে মহরম, স্বাধীনতা দিবসের মতো দিন আসছে। তার পরেই দুর্গাপুজো। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন থানা নিজের এলাকার পুজো কমিটির সঙ্গে কথা বলে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এছাড়াও ভিড় সামলানোর ব্যবস্থার জন্য কেন্দ্রীয় ভাবে ভাবনাও শুরু করেছে পুলিশ ফোর্স।
উল্লেখ্য, আগামী ২২শে আগস্ট প্রতি বছরের মতো নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকের আগেই এলাকার পুজো কমিটির সঙ্গে থানাগুলির সমন্বয় তৈরি করার কাজ সেরে ফেলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কলকাতা শহরে তিন হাজারের বেশি সর্বজনীন দুর্গাপুজো হয়। গত দু’বছর করোনা বিধিনিষেধে মণ্ডপে দর্শনার্থীর প্রবেশে কলকাতা হাই কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছিল। ফলে ভিড় অনেকটাই কম ছিল। কিন্তু এ বার তেমন নিষেধাজ্ঞা থাকবে না বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ফলত ভিড় হবেই, এমনটা ধরে নিয়ে প্রস্তুত হচ্ছে প্রশাসন।
