মোদী জমানায় দেশে বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। এবার যেমন দশ টাকার বিস্কুট, দই, কেকের প্যাকেটের দাম এক ধাক্কায় বেড়ে হল ১৫ টাকা। যার ফলে মাথায় হাত মধ্যবিত্তের।
প্রসঙ্গত, জিএসটি-র হার বেড়েছিল আগেই। তাই সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা ছিলই। কিন্তু তা যে এই পরিমাণ বেড়ে যাবে তা আশা করেননি কেউই। জিএসটির জন্য দাম বাড়ানো হবে এমন সিদ্ধান্ত নিচ্ছিল ব্রিটানিয়া, আমূল সহ সমস্ত কোম্পানিই। তবে সেটা এক ধাক্কায় ১০ টাকা থেকে ১৫ টাকা হয়ে যাবে তা আশার অতীত ছিল।
এতদিন শুধুমাত্র প্যাকেটজাত দ্রব্যগুলো জিএসটির আওতায় থাকলেও দুগ্ধজাত কোন দ্রব্য জিএসটির আওতায় ছিল না। কিন্তু গত মাসে কেন্দ্র সরকার এই প্রথমবার দুগ্ধজাত সমস্ত দ্রব্যকেও জিএসটির আওতাধীন করেছে। এটি গত ১৮ জুলাই থেকে কার্যকর হয়েছে সারা দেশে।