দেশজুড়ে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয়েছে। বিজেপি দলগতভাবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত নানা কর্মসূচি নিয়েছে। তার অন্যতম হল, জাতীয় পতাকা-সহ বাইক র্যালি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদরা দিল্লির রাজপথে বাইক ব়্যালি করেন। পৃথক কর্মসূচির আয়োজন করে দিল্লি বিজেপিও। বাইক র্যালির নেতৃত্বে ছিলেন সাংসদ তথা দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি।
আজ তাঁকে মোট ৪১ হাজার টাকার জরিমানার রশিদ ধরিয়েছে দিল্লি পুলিশ। তার মধ্যে ২১ হাজার টাকা মেটাতে হবে মনোজকে। বাকি ২০ হাজার মেটাতে হবে বাইক মালিককে।
পুলিশ সূত্রে খবর, বাইক র্যালির সময় মনোজ হেলমেট ব্যবহার করেননি। তাঁর ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া, বাইকটির পরিবেশ ছাড়পত্রও ছিল না। ছিল না হাই সিকিউরিটি নম্বর প্লেট।
তিওয়ারি-সহ বিজেপির অন্য সাংসদ এবং মন্ত্রীরা সংসদ ভবন এলাকা থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি বাইক ব়্যালিতে অংশ নেন। কর্মকর্তারা জানিয়েছেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে স্বাধীনতার যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল।